টোকিও অলম্পিকে এখন পর্যন্ত পদক তালিকার শীর্ষে রয়েছে চীন। ৩২টি স্বর্ণ, ২৩ রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জ সহ মোট ৭১টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে তারা। টেবিলের দুই নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র ২৭ টি স্বর্ণ পদক, ৩৩ রোপ্য আর ২৪ ব্রোঞ্জে মোট ৮৪টি পদক নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা।
মোট ৪১ টি পদক জিতে তৃতীয় স্থান ধরে রেখেছে জাপান। ২১টি স্বর্ণ, ৭ টি রৌপ্য ব্রোঞ্জ ১৩টি। ১৭টি স্বর্ণ সহ মোট ৩৮টি পদক নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান পদক তালিকার চারে। পঞ্চম স্থানে রয়েছে গ্রেট ব্রিটেন। তাদের ঝুলিতে রয়েছে ১৫টি স্বর্ণ সহ মোট ৪৯টি পদক।