চলছে টোকিও অলিম্পিক, প্রতিবারের মত এবারও খালি হাতেই এই আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে নিজেদের মাঠে দুর্দান্ত করছে জাপান। স্বর্ণ জয়ের দৌড়ে চীন সবার আগে তার পরেই রয়েছে যুক্তরাষ্ট্র তৃতীয় স্থান ধরে রেখেছে স্বাগতিক জাপান। চীন ৩৪, যুক্তরাষ্ট্র ২২ আর জাপানের ঝুলিতে রয়েছে ১৮টি সোনারপদক।
এখন পর্যন্ত সব মিলিয়ে ৩৪টি পদক জয় করে জাপান রয়েছে তালিকার তৃতীয় স্থানে। আর পদক জয়ের লড়াইয়ে সবার উপরে চীন। ৩২ সোনা, রুপা ২০ আর ১৬টি ব্রোঞ্জ নিয়ে তাদের পদক এখন ৬৮টি। সমান ৬৮ পদক নিয়ে যুক্তরাষ্ট্র রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে।