চলতি মাসেই (২৫ জুন) উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুর উদ্বোধনে সুধী সমাবেশে আমন্ত্রণপত্র পাবেন ৩ হাজার সুধীজন। এ আমন্ত্রণপত্র আগামীকাল সোমবার থেকে বিতরণ শুরু করবে সেতু বিভাগ।
এই পত্র যাবে এ তালিকায় আছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতা, নির্মাণ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী ও সাংবাদিকরা।
রোববার ১৯ জুন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমন্ত্রণপত্র আজকে হয়তো পুরোপুরি প্রস্তুত হবে। আগামীকাল থেকে বিতরণ শুরু করা হবে। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে আমন্ত্রণ পাবেন ৩ হাজার সুধীজন। জাজিরা প্রান্তে জনসভা হবে। সেটা সবার জন্য উন্মুক্ত।