বিএনপি নেতাকর্মীরা আজ মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের কর্নারের মোড়ে পরিকল্পনা বিভাগের সচিব মো. জয়নুল বারীর গাড়িতে হামলা করেছে। সে সময় সচিব গাড়িতে করে পরিকল্পনা কমিশনের দিকে যাচ্ছিলেন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে সচিবের গাড়ির সামনের ও পেছনের সব গ্লাস ভেঙে দিয়েছে । এতে কেউ আহত হননি।
এ ঘটনায় সচিব জয়নুল বারী বলেন, যখন চন্দ্রিমা উদ্যানের কর্নারে আসলাম এর পর গাড়ির সামনে হঠাৎ করে বেশকিছু যুবক এসে ভাঙচুর শুরু করে। তখন আমি কোনো রকমে গাড়ি থেকে নেমে পুলিশের আশ্রয় নেই। তখন তারা হামলা চালিয়ে গাড়ির সব গ্লাস ভেঙে ফেলছে। তবে গাড়ি থেকে দ্রুত নেমে যাওয়ায় আমার কোনো ক্ষতি হয়নি।
পরে জানা যায়, হামলার সময় সচিব পুলিশ বক্সে আশ্রয় নেন। তারপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। গাড়ির সব গ্লাস ভেঙে ফেলেছে তারা। পরে আরেকটি গাড়ি এসে সচিবকে পরিকল্পনা কমিশনে নিয়ে যায়।
পরিকল্পনা সচিবের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের ভাঙচুর
Advertisement
Advertisement