উতসবের আমেজে সন্তানদের সাথে ছুটি কাটাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে সাকিব যুক্তরাষ্ট্রে যান পরিবারের সাথে সময় কাটাতে। (শুক্রবার) সাকিব আল হাসানের স্ত্রী উম্মে সালমা শিশির তার ব্যক্তিগত ফেসবুক পেজে পরিবারের কিছু ছবি পোস্ট করে লিখেছেন, “হোয়েন হিজ হোম ফেস্টিবলস ইজ অন” আলহামদুলিল্লাহ।
শিশিরের পোস্ট করা ছবি গুলোতে দেখা যায় সাকিব তার সন্তানদের নিয়ে কেলছেন এবং সেখানে আয়োজন করা হয়েছে না না রকম খাবারের।
নিউজিল্যান্ড সিরিজের আগেই সাকিবের দেশে ফেরার কথা রয়েছে।