চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানায় করা মাদক মামলায় জামিনের আবেদন করা হয়েছে। সোমবার, ১৬ আগস্ট ঢাকার মুখ্য মহানগন হাকিম (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে পরীমণির আইনজীবী মজিবুর রহমান করেন এই আবেদন। পরী জামিন পাচ্ছেন কি পাচ্ছেন না তা জানা যাবে আগামী বুধবার। ঐদিন ধার্য করা হয়েছে পরীর জামিন শুনানির দিন।
ঢাকায় নায়িকা পরীমনির আইনজীবী মজিবুর রহমান গণমাধ্যমে জানান, পরীমনির জামিন শুনানি করতে চেয়ে বিশেষ আবেদন করেছি আমরা। আদালত জামিন শুনানি না দিয়েই আসছে ১৮ আগস্ট শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
এর আগে গেল ৪ আগস্ট বিপুল পরিমাণ মাদকসহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র্যাব। ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।