ঢাকার বনানী থানায় দায়ের করা মাদক মামলায় ৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে পরীমণিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে এখন তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
গত ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন । সেই রিমাণ্ড শেষে তাদের আদালতে হাজির করে সিআইডি।
গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তখন পরিমণির বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক করার পর তাদের নেওয়া হয় র্যাবের সদর দপ্তরে। র্যাব সদর দপ্তরেই বুধবার রাতভর থাকতে হয় পরীমণিকে। পরের দিন বৃহস্পতিবার র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করে। মামলা দায়ের করার পর সেদিনই তাকে আদালতে নেওয়া হয়।