আলোচিত নায়িকা পরীমণিকে আদালতে হাজির করার খবর পেয়ে তাকে একনজর দেখতে ছুটে এসেছেন তার বয়োবৃদ্ধ নানা শামসুল হক।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান পরীর নানা শামসুল হক। তিনি আদালতের বারান্দায় হাঁটাহাঁটি করে এজলাসে অপেক্ষা করেন।
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আজ দুপুরে আদালতে হাজির করা হয়।
গত ৫ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। আজ মঙ্গলবার চার দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে সিআইডি।