১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

পরীমণির সঙ্গে রাজ কুন্দ্রার সংযোগ খুঁজছে ভারতীয় পুলিশ!

Advertisement

পর্ন মুভি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৯ জুলাই বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়। রাজ কুন্দ্রার বিরুদ্ধে চলমান পর্নগ্রাফি মামলার পর থেকেই বেরিয়ে আসতে থাকে একের পর এক অভিযোগ। এখনও কারাবন্দি রাজ কুন্দ্রা।

রাজ কুন্দ্রা গ্রেফতারের কয়েকদিন পর, গত ৪ আগস্ট ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। পরীমণির পাশাপাশি গ্রেফতার করা হয় প্রযোজক রাজকে। তার বিরুদ্ধে ওঠে পর্ন মুভি তৈরির অভিযোগ।

এবার দেশের গন্ডি পেরিয়ে শেঠির স্বামী রাজ কুন্দ্রার পর্নকান্ডের সঙ্গে বাংলাদেশের নায়িকা পরীমণির যোগসূত্র খুঁজছেন ভারতের গোয়েন্দারা। পশ্চিমবঙ্গের কয়েকটি গণমাধ্যম এমন খবরই প্রকাশ করেছে। তাদের দাবি, পরীমণির সঙ্গে জড়িত ছিলেন একাধিক প্রযোজকও। এতে নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ প্রশাসন।

জানা গেছে, কলকাতা নিউটাউনের বিভিন্ন বিলাসবহুল হোটেলের সিসিটিভি ফুজেট সংগ্রহ শুরু করেছে পুলিশ। এসব হোটেলে পর্নগ্রাফি তৈরির অভিযোগে সম্প্রতি একাধিক মডেল ও অভিনেত্রীকে আটক করা হয়েছে। কাজের সূত্রে গেল চার বছর ধরে হোটেলগুলোতে যাতায়াত ছিল পরীমণির। এই সময়ে তিনি রাজ কুন্দ্রার সঙ্গে কোনো পর্নকান্ডে জড়িয়েছেন কিনা সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে।

তবে গণমাধ্যমে খবর এলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি ভারতীয় পুলিশ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement