গত ৪ আগস্ট ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার র্য্যাব। পরে তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গেল মঙ্গলবার (১০ আগস্ট) রিমান্ডের মেয়াদ শেষ হলেও সিআইডির আবেদনের প্রেক্ষিতে আরও ২ দিনের রিমান্ড মঞ্জু করেন আদালত। এখনও তাকে রিমান্ডেই রাখা হয়েছে।
গেল কয়েক বছর ধরেই, ঈদুল আজহায় এফডিসিতে গরু কোরবানি দিয়ে আসছে পরী। এবার ঈদেও ৬টি গরু কোরবানি দিয়েছিলেন ঢাকায় সিনেমার এই নায়িকা। এফডিসি সংশ্লিষ্ট মানুষদের জন্যই তিনি দিয়েছিলেন এই কোরবানি।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয় পরীকে ৬টি গরুই দিয়েছেন ‘শাপলা মিডিয়া’র কর্ণধার সেলিম খান। এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন শাপলা মিডিয়ার কর্ণধর সেলিম খান।
সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘পরীমণির সঙ্গে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যে ও ভিত্তিহীন। তিনি আরও জানান, পরীমণির সঙ্গে আমার কোনো ব্যাক্তিগত যোগাযোগ নেই। এবং আমার কোন সিনেমাতেও তিনি কাজ করেননি।
সেলিমের ভাষায়, আমি পরিচালক সমিতি, শিল্পী সমিতি আর প্রযোজক সমিতিতে ২টি করে মোট ৬টি গরু দিয়েছি। পরীমণি আলাদা ৬টি গরু দিয়েছেন। এটা সংশ্লিষ্ট সমিতির সবাই জানেন। এ ধরনের খবরে আমি ব্যথিত।’