গোটা বলিউডে এখন পর্নকাণ্ড নিয়ে টালমাটাল । রাজ কুন্দ্রা অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী পর্নগ্রাফি বানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন। এ ইস্যু নিয়ে বিভিন্ন মডেল ও অভিনেত্রী নিজ নিজ বক্তব্য প্রকাশ করছেন।
এবার পর্ন ইস্যু নিয়ে কথা বললেন বলিউড অভিনেত্রী সোমি আলি। তিনি পাকিস্তানের মেয়ে। তিনি বলিউডে কাজ করেই পেয়েছিলেন পরিচিতি। সোমি আলি মতে, যতক্ষণ না এখানে জোর পূর্বকভাবে কাজ করানো হয় কিংবা পাচারের ঘটনা ঘটে ততক্ষণ পর্যন্ত পর্ন ভিডিওতে কাজ করা দোষের নয়। ।
সোমি আলি আরও বলেন, পর্ন ভিডিও নিয়ে সমাজে যেমন ট্যাবুও আছে, তেমন মানুষের আগ্রহও বেশি। তবে কথা হলো, পেশাদার শিল্পীরাই কাজ করেন এই ইন্ডাস্ট্রিতে। তারা স্বেচ্ছায় এই কাজ করেন। এখানে তাদেরকে কোনো ভাবেই কাঠগড়ায় দাঁড় করানো উচিৎ নয়। এ বিষয় সম্পর্কে মানুষের আরও সচেতন হওয়া প্রয়োজন। এজন্য দেশে সেক্স এডুকেশনের গুরুত্ব আরও বাড়ানো উচিৎ।
সালমান খানের এই পুরানো প্রেমিকা জানান, ওয়েব সিরিজগুলোতে যেসব ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়, সেসব দৃশ্যগুলো একেবারে সিনেমাটিক। সেগুলো আরও বাস্তবসম্মত হওয়া প্রয়োজন। আধুনিকতার এই সময়ে পৌঁছে শিল্প-সংস্কৃতিকে পিছিয়ে রাখা উচিৎ নয় বলেও মনে করেন সোমি আলি। উল্লেখ্য যে, সোমি আলির জন্ম পাকিস্তানের করাচিতে। তিনি নব্বই দশকে বেশ কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন। তার মধ্যে ‘আও পেয়ার কারে’ ‘তিসরা কৌন’, ‘মাফিয়া’ ‘চুপ’, ইত্যাদি অন্যতম