অর্থনৈতিক সঙ্কট কতটা ভয়াবহ হলে প্রধানমন্ত্রীর বাসভবন বাজার দরে ভাড়া দিতে পারে কোন দেশ! আর এমন সিদ্ধান্ত নিয়ে নিজেদের দেউলিয়াত্ব আরেকবার প্রমাণ করল পাকিস্তান।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইমরান খানের জন্য বরাদ্দ করা সরকারি বাসভবন বাজার দরে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক সংকট মেটাতেই এমন বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
জানা যায়, ২০১৯ সালে ইমরান খান তার সরকারি বাসভবনটি ছেড়ে দেন। সে সময় পাকিস্তান প্রশাসন প্রধানমন্ত্রীর বাসভবনটি একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রস্তাব করেছিল। এরপরেই তা ছাড়ার সিদ্ধান্ত নেন ইমরান।
তবে, আপাতত বর্তমান আর্থিক সংকট মেটাতে আবাসন ভাড়া দেয়ার পথেই হাঁটছে প্রশাসন। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জানায়, ইসলামাবাদের রেড জোনে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনটি এবার থেকে সাংস্কৃতিক, ফ্যাশন, শিক্ষা সংক্রান্ত এবং অন্য অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে।
এজন্য দুটি কমিটিও গঠন করা হয়েছে। যারা বাসভবনটি ভাড়া সংক্রান্ত সব বিষয় খতিয়ে দেখবে এবং নিয়মশৃঙ্খলা বজায় রাখবে। কিভাবে প্রধানমন্ত্রীর বাসভবনের ভাড়া থেকে অর্থ সংগ্রহ করা সম্ভব, তা নিয়ে ক্যাবিনেট বৈঠকে আলোচনাও হবে বলে জানা গেছে।