পাথরঘাটা উপজেলার আজ মধ্যরাত থেকে ৪টি ইউনিয়নের তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল রকমের আনুষ্ঠানিক প্রচার প্রচরণা বন্ধ হয়ে গেছে। প্রার্থীদের মধ্যে ভোটারদের সঙ্গে চলছে শেষ মুহুর্তের গণ সংযোগ। আগামী ২৮ তারিখ রবিবার পাথরঘাটা সদর ইউনিয়ন, নাচনাপাড়া, চরদুয়ানী ও রায়হানপুর ইউনিয়নের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে। চরদুয়ানী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট আব্দুর রহমান জুয়েল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাওয়ায় সংরক্ষিত সদস্য সাধারন সদস্য পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ২৮ তারিখের ভোট গ্রহণ উপলক্ষে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন আপীল কর্মকর্তা দীলিপ কুমার হাওলাদার মুঠোফোনে কেটিভি প্রতিদিন কে বলেন, আজ রাত ১২টার পর থেকে নির্বাচনী কার্যক্রম বন্ধের পাশাপাশি নির্বাচনী এলাকায় সকল রকমের বহিরাগতদের প্রবেশ নিষেধ বলবৎ রয়েছে । আজ থেকে নির্বাচনের ৪টি ইউনিয়নে পুলিশের টহল অব্যাহত রয়েছে । এছাড়াও ঐ ৪টি ইউনিয়নে স্পর্শকাতর এলাকায় পুলিশ মোতায়েন আছে । শনিবার থেকে নির্বাচন সম্পন্ন করার লক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্টদের প্রয়োজনীয় নির্বাচনী মালামাল সহ পুলিশ এবং আনসার বাহিনী সদস্যদের ভোট কেন্দ্রে প্রেরণ করা হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষে নির্বাহী মেজিস্ট্রেট দিয়ে ব্যালট পেপার ২৮ নভেম্বর রবিবার ভোটের দিন কেন্দ্রে পৌঁছনো হবে।
দিলীপ কুমার হাওলাদার কেটিভি প্রতিদিন কে আরো বলেন, নির্বাচন যাতে অবাধ সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সেজন্য ভোট কেন্দ্রের নিরাপত্তা স্হায়ী ফোর্সের পাশাপাশি একটি করে মোবাইল টিম থাকবে। প্রতি ইউনিয়নে থাকবে পুলিশের স্পেশাল মোবাইল টিম। তিন প্লাটুন বিজিবির পাশাপাশি থাকবে র্যাবের টিম। এছাড়া নির্বাচন সম্পন্ন করতে ১৪ জন নির্বাহী মেজিস্ট্রেট ও ৩জন জুডিসিয়াল মেজিস্ট্রেট থাকবে।
এদিকে আজও প্রার্থীরা তাদের প্রচরণার অংশ হিসাবে ভোটারদের সঙ্গে শেষ দেখা ও কুশল বিনিময় অব্যাহত রেখে চলছেন। পাথরঘাটার তিনটি ইউনিয়নের অধিকাংশ লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে কেটিভি প্রতিদিন কে বলেন, নৌকার বিপরীতে যারা বিদ্রোহী প্রার্থী ছিল তাদের কে পাথরঘাটা -২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন তাদের মনোনয়নপত্র উড্ডয়ন করার ফলে প্রতিটি ইউনিয়নে নৌকা বিজয়ী হবে বলে ব্যক্ত করেন। তবে পাথরঘাটা সদর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদকের সঙ্গে বিদ্রোহী সতন্ত্র পার্থী সাইদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মোল্লার সঙ্গে ত্রিমুখী লড়াই হলেও এখানে নৌকার জয়ের সম্ভাবনা বেশী বলে জানান ঐ এলাকার ভোটারগণ। অন্য দুই ইউনিয়ন নাচনাপাড়া ও রায়হানপুর ইউনিয়নে নৌকার সঙ্গে লড়াই হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থীদের সঙ্গে।
মাহমুদ হাসান তাপস/বরগুনা সংবাদদতা/সারাবাংলা ডেস্ক