১৯ জানুয়ারি, ২০২৫, রবিবার

পানিতে পড়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

Advertisement

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউপির মাহালিপাড়া গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে ডোবার পানিতে পড়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত ওই মাদরাসা শিক্ষকের নাম মনিরুল ইসলাম (৪৫)।

তিনি নবাবগঞ্জ উপজেলা খালিফপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে এবং উপজেলার ভাইলকা দাখিল মাদরাসার একজন শিক্ষক ছিলেন।

বুধবার ১৫ জুন ময়নাতদন্তের জন্য মনিরুল ইসলামের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানায়। 

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাড়ীতে আসার পথে রাস্তার পাশে ডোবার পানিতে পাড়ে মনিরুল ইসলাম মারা যায়। সংবাদ পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়। বুধবার সকালে সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
মনিরুল ইসলাম মদ্যপান করে বাড়ী ফিরার পথে ওই ডোবার পানিতে পড়ে মৃত্যু হতে পারে বলে পুলিশের ধারনা। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement