১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

পায়েলের কাণ্ডেই সমালোচনা সহ্য করতে হয় তাকে!

Advertisement

পায়ের সরকার ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। গেলো কয়েক বছর হলো নিজেকে পাল্টে খোলামেলা ভাবেই উপস্থাপন করছেন নিজেকে। তবে কেনো এমন পরিবর্তণ এমন প্রশ্ন তো রয়েছেই মানুষের মাঝে? সেই প্রশ্নের উত্তরও রয়েছে। তার আগে বলি, পায়েল তার ফেসবুক ও ইনিস্ট্রাগ্রাম একাউন্টে প্রায় প্রতিদিনই আপলোড করছেন ভিডিও তাও আবার খোলামেলা পোশাকে। এসবের কারণে তাদে সহ্য করতে হচ্ছে নিন্দা ও সমালোচনাও।

রোবাবার তিনি তার ফেসবুকের ভ্যারিফাইড পেজে আরও একটু খোলামেলা পোশাকে ছবি আপলোড করে লিখেছেন “সানডে মুড” এই ছবির নিচে কমেন্টে ভেসে গেছে কেউ ছবিটি দেখে বলছেন, আসুন আমার বিছানায় কেউ আবার রাজনৈতিক প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে বলছেন এমন কথা বললে বিজেপির নেতা রাগ করবেন। আরেকজন আবার লিখেছেন যদি নির্বাচনে জিততে চান তাহলে আরও খেলা খোলামেলা হতে হবে।

কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে হেরে গেছেন পায়েল। তিনি লড়েছিলেন বিজেপির হয়ে কিন্তু জনতা তাকে রায় দেয়নি। তবে রাজনৈতীক তেমন কোন কর্মকান্ডে পায়েলকে দেখা যায় না। লোকে বলে নির্বাচনে হেরে রাজনীতি থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement