২ ডিসেম্বর, ২০২৩, শনিবার

পিকআপের চাপায় বাসের হেলপার নিহত

Advertisement

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরের মিয়াবাড়ি এলাকায় সোমবার ২০ জুন সকালে মহাসড়কে দাঁড় করিয়ে যাত্রী উঠানোর সময় পিকআপের চাপায় এক বাসের হেলপার নিহত হয়েছেন।

নিহত ওই বাস হেলপারের নাম, মো. আব্দুল্লাহ (২৭)। আব্দুল্লাহ ময়মনসিংহের ভালুকা থানাধীন পানিহাদি এলাকার মচিবুর রহমানের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) জিএমপি’র সদর থানার এস আই আসাদুজ্জামান জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাকওয়া পরিবহনের একটি বাস ময়মনসিংহ থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা যাচ্ছিল। পথে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরের মিয়াবাড়ি সড়ক মোড় এলাকায় দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছিল। এসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের হেলপার আব্দুল্লাহকে চাপা দেয়।  ঘটনাস্থলেই প্রাণ হারায় আব্দুল্লাহ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল্লাহর লাশ উদ্ধার এবং পিকআপটিকে জব্দ করে। ময়নাতদন্তের জন্য আব্দুল্লাহর লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement