সিরিজ জেতা হলো না টাইগারদের, টানা দুই ম্যাচে জিতলেও তৃতীয় ম্যাচে হোঁচট খেলো বাংলাদেশ। কিউইদের বিপক্ষে তৃতীয় ম্যাচে সাকিব-রিয়াদদের ব্যাটিং ব্যর্থতায় ৫২ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশের। মিরপুরে প্রথম ব্যাট করে ৫ উইকেটে ১২৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৭৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। মুশফিক অপরাজিত ছিলো ২০ রানে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেওয়া ১২৯ রানের জয়ের টার্গেটে ব্যট করতে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছিলো কিন্তু কিউই বোরারদের দাপুটে বোলিংয়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেয়। ম্যাকেনচি শুরুটা করেন ১৫ রানে লিটনকে সরিয়ে। সেসময দলীয় ২৩ রানেই মাঠ ছাড়েন মেহেদী হাসান। সাথে সাকিব আর হাসানকে শুণ্য রানে ফিরিয়ে বাংলাদেশে মাত্র ২৫ রানে তিন উইকেটে পরিনত করেন এজাজ প্যাটেল। এর পরে রিয়াদ-আফিককেও ফিরিয়েছেন এজাজ। আরেক ওপেনর নাইম শেখকে উটিয়ে নেয় রাভিন্দ্র।
প্যাটেলের পর টাইগার ব্যাটারদের চেপে ধরেন ম্যাকেনচি। নুরুর হোসেন সোহান ও সাইফউদ্দিনেকে হটিয়ে বাংলাদেশের লোয়ার মিডেল অর্ডার ধসিয়ে দেন। পরে চাপে পড়া নাসুমকে ক্যাগোলাইন ফিরিয়ে দিলে, টাইগারদের শেষ ব্যাটার মোস্তাফিজকে ফিরিয়ে দেয় গ্রান্ডহোম। ফলাফল বাংলাদেশ অলআউট মাত্র ৭৬ রানে।
এই ম্যাচে ৫২ রানে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়লো বাংলাদেশের। অন্যদিকে ম্যাচ জিতে সিরিজ জয়ের মিশনে টিকে রইলো সফরকারী নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
টস : নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড : ১২৮/৫ (২০ ওভার)
নিকোলস ৩৬*, ব্লানডেল ৩০*, রবীন্দ্র ২০, ইয়ং ২০, অ্যালেন ১৫
সাইফউদ্দিন ২৮/২, রিয়াদ ১০/১, মেহেদী ২৭/১, মুস্তাফিজ ২৯/১
বাংলাদেশ : ৭৬/১০ (১৯.৪ ওভার)
মুশফিক ২০*, লিটন ১৫
এজাজ ১৬/৪, ম্যাককোঞ্চি ১৫/৩
ফল : নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী।