২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

পুরো পাকিস্তান দলের বিরুদ্ধে মামলা হচ্ছে!

Advertisement

বিশ্বকাপে শেষে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে এসে পাকিস্তানের পতাকা ওড়ানোর অভিযোগে পাকিস্তানের ক্রিকেট টিমের অধিনায়ক মোহাম্মদ বাবর আজম ও কোচ সাকলাইন মুশতাকসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের আদালতে করা হয় এই মামলার আবেদন। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন বাদী হয়ে করেন এই মামলার আবেদন। বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে এই আবেদনের আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।

এই মামলার আসামীরা হলেন, মনসুর রানা, শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতেকার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির ও শহীদ আসলাম।

এর আগে টি-টোয়েন্টি সিরিজের আগে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে মাঠে পাকিস্তানের পতাকা উড়িয়ে ক্রিকেটাররা প্র্যাকটিস করে। তখনই এই ব্যপারটি নিয়ে প্রশ্ন তোলে দেশের সাধারন মানুষ। ফেসবুক থেকে শুরু করে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই সমালোচনা। তাদের এমন কৌশলের ব্যাখ্যা করতে গিয়ে সে দেশের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস বলেন, ক্রিকেটারদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে এই কৌশল চালু করেন হেড কোচ সাকলায়েন মুশতাক। তিনি জাতীয় দলে যোগ দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতিতে এটি প্রথম চালু করেন। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমরা তা অনুসরণ করেছি।

বিশ্বকাপে আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সূচি ছিল পাকিস্তানের। এই সিরিজ খেলতে বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়েই নিরাপত্তা শঙ্কায় সিরিজ স্থগিত করে দেশে ফিরে যায় কিউইরা। এই সিরিজ দিয়েই পাকিস্তান জাতীয় দলের হেড কোচের দায়িত্ব শুরু করেন সাকলায়েন মুশতাক। তিনি দায়িত্ব নিয়ে ক্রিকেটারদের মধ্যে দেশপ্রেম ছড়িয়ে দিতে অনুশীলনে জাতীয় পতাকা রাখেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement