১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষ : সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য আহত

Advertisement

ঢাকার শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সহকর্মীর অসাবধানতাবশত গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। জানা গেছে, সংঘর্ষের সময় পুলিশের গুলিতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওম) পুলিশ কনস্টেবল মো. শহীদুল ইসলাম (২১) গুলিবিদ্ধ হয়েছেন।

পরে তাকে বেলা পৌনে ৩টায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ শহীদুল ইসলামের সহকর্মী নাজমুল ইসলাম জানান, আজ সকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় অসাবধানতাবশত পুলিশের গুলিতে তিনি আহত হন। গুলিটি লাগে তার কোমরের নিচে। তারপর আমরা প্রথমে তাকে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement