নাটোর কোর্ট হাজতখানা চত্বরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মনিরুল ইসলাম (২৪) নামক এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হাতকড়া থেকে হাত বের করে ওই ব্যক্তি পালিয়ে যান।
পলাতক আসামি মনিরুল ইসলামের বাবার নাম আব্দুল গাফফার। তারা নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেদিন বিকাল ৪টার দিকে ভ্যান চুরির মামলায় গ্রেফতার হয় ছয়জন ব্যক্তি। তাদেরকে নাটোর কোর্ট হাজতে আনে লালপুর থানা পুলিশ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাড়ি থেকে তাদের নামিয়ে কোর্টে নেওয়ার সময় মনিরুল হাতকড়া থেকে কৌশলে নিজের হাত বের করে পালিয়ে যায়।
সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে পারেন নি। পরে কোর্ট হাজতখানার সামনে এসে আসামিকে উপস্থিত না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপারকে জানানো হয়।
পলাতক আসামিকে পুনরায় গ্রেফতারের জন্য থানা পুলিশ, কোর্ট পুলিশ ও গোয়েন্দা পুলিশ একযোগে অভিযান চালায়। কিন্তু রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযুক্ত মনিরুলকে খুঁজে পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন লালপুর থানার ওসি ফজলুর রহমান। ঘটনার বিষয়ে জানতে চাইলে কোর্ট পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেছেন যে, পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় ধরতে অভিযান চালু আছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করার কথাও জানিয়েছেন তিনি। এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।