স্প্যানিশ ফুটবল লিগে মৌসুমের শুরুটা দুর্দান্ত করলো জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রাতে অ্যালাভেসের বিপক্ষে ৪-১ গোলে জিতে লিগে শুভ সুচনা করেছে রিয়াল।
মেন্ডিজোররোজায়, করিম বেনজিমার জোড়া গোল এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ৪৮ ও ৬২ মিনিটে স্কোর করেন বেনজিমা। ম্যাচের ৫৬ মিনিটে স্কোর করে ন্যাচো।
ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে জোসেলু স্কোর করলে ব্যাবধান কমে অ্যালাভেসের। তবে ম্যাচের শেষ ভাগে ভিনিসিয়াস জুনিয়রের স্কোরে ৪-১ গোলের জয় পায় রিয়াল।