১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন বেনজেমা

Advertisement

গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়ে আসা করিম বেনজেমার ব্যালন ডি’অর জেতাটা একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। (১৭ অক্টোবর) সোমবার রাতে সেটাও সেরে ফেলল ফিফা ও ফ্রান্স ফুটবল। ৩৪ বছর বয়সে জীবনে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন ফরাসি তারকা করিম বেনজেমা।

সোমবার প্যারিসের থিয়েটার ডু শাটালেটে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে বেনজেমা ছাড়াও পুরস্কৃত হয়েছেন রবার্ট লেভানডফস্কি ও থিবো কোর্তোয়া। বছরের সেরা গোল স্কোরার হিসেবে গার্ড মুলার পুরস্কার পেয়েছেন পোলিশ রবার্ট লেভান্ডোভস্কি। আর সেরা গোলরক্ষকের ইয়শিন ট্রফি গেছে কোর্তোয়ার ঝুলিতে।

মেয়েদের ফুটবলে ব্যালন ডি’অর পেয়েছেন অ্যালেক্সিয়া পুটেলাস। এ নিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন স্প্যানিশ এ তারকা।

সদ্য ব্যালন ডি’অর জেতা বেনজেমা গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতানোয় বিরাট অবদান রেখেছেন। গুরুত্বপূর্ণ সব ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে দলকে নিয়ে গেছেন শিরোপার মঞ্চে। দুর্দান্ত সব রেকর্ডও যোগ করেছেন নিজের নামের পাশে। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে গত মৌসুমে মোট ৪৪ বার জালের দেখা পেয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement