অলিম্পিকে নারী হকিতে প্রথমবারের মত সেমিফাইনালে উঠেছে ভারতীয় নারী হকি দল। তিন আসরের স্বর্ণজয়ী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। টোকিওতে ম্যাচের প্রথম কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরজিৎ কৌরে। তার এই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
টোকিও অলিম্পিকে প্রথম তিন ম্যাচে হেরেছিলো ভারত। নেদারল্যান্ডের বিপক্ষে ১-৫ গোলে, জার্মানি ও গ্রেট ব্রিটেনের বিপক্ষেও হারতে হয় তাদের। পরে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কক্ষপথে ফেরে ভারতীয় নারীরা।