১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

প্রথমবারের মত প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবানরা

Advertisement

আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয়েছে বিদেশি সেনা। এর পর প্রথমবারের মত কোন প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবানরা। এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

আফগানিস্তানের সরকারের দুটি সূত্র বিবিসিকে জানিয়েছে, নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ তালেবান দখলে নিয়েছে শুক্রবার বিকেলে জারঞ্জ আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। যা অবস্থিত ইরান সিমান্তে। প্রথমে আশে পাশের জেলাগুলো দখল করে তালেবানরা তারপর প্শেআদেশিক রাজধানী দখলে নেয় তারা। এমন তথ্যই দিচ্ছে বিবিসি।

নাম প্রকাশে অনিচ্ছিক এক পুলিশ মুখপাত্র রয়টার্সকে জানায়,সরকারের অসহযোগিতার কারণেই জারঞ্জ দখল করতে পেরেছে তালেবানরা। তারা দখল করে নিয়েছে জারঞ্জের বিমানবন্দরও। দায়িত্বরতরা বলছেন, এটি সরকারি বাহিনীর জন্য সবচেয়ে বড় আঘাত। তারা আরও বলছেন সরকারি ভবন থেকে বেসামরিক মানুষেরা জিনিসপত্র লুট করছে এমন খবর পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মার্কিনিরা সেনা প্রত্যাহরের পর থেকে দেশটির ৪১৯ জেলার মধ্যে ২২৩টি তালেবানের দখলে চলে গেছে বলে জানা গেছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement