৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

প্রথম আসরেই চ্যাম্পিয়ন শহীদ আফ্রিদির দল

Advertisement

লিগ শুরুর আগে ভারতে পাকিস্তানের মধ্যে দন্দ তৈরি হয়েছিলো, কোন পাকিস্তান কাশ্মীরের নামে প্রিমিয়ার লিগ করছে এ নিয়ে। ক্রিকেট বিশ্বের বিভিন্ন দেশের বোর্ডকেও ভারন নিষেধ আরে দিয়েছিলো যেন এই লিগে কোন বিদেশী ক্রিকেটার অংশ না নেয়।

সব বাঁধা টপকে অবশেষে লিগ গড়ায় মাঠে এবং শেষ পর্যন্ত কাশ্মীর লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় শহীদ আফ্রিদির রাওয়ালকোট হকস। মঙ্গলবার রাতে শ্বাসরুদ্ধকর ফাইনালে মোহাম্মদ হাফিজের মুজাফফরবাদ টাইগারকে ৮ রানে হারায় আফ্রিদির দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় রাওয়ালকোট। ২৯ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৪ রানের ঝড়ো এক ইনিংস খেলেন কাশিফ আলি। বিসমিল্লাহ খান ১৯ বলে ৩০ আর শাহিবজাদা ফারহান ২০ বলে করেন ২৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬১ রানে থেমে যায় টাইগার্সের ইনিংস।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement