১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

প্রধান বিচারপতি ফুলকোর্ট সভা ডেকেছেন

Advertisement

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আদালত চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন ।
এই সভা আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হবে।
সভা ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান। এ সভায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।
গতকাল বুধবার (৪ আগস্ট) উচ্চ আদালতে আগাম জামিন শুনানির জন্য আলাদা বেঞ্চ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অনুরোধ নিয়েছেন।
ব্যারিস্টার কাজল বলেন, ‘আমি প্রধান বিচারপতিকে টেলিফোন করেছিলাম। আমি আগাম জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের আলাদা বেঞ্চ দিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। আমি আরও বলেছি, সাধারণ মানুষ নানাভাবে হয়রানি শিকার হচ্ছেন। যার কারণে আগাম জামিনের পথটা খোলা রাখা জরুরি। তছাড়া ভার্চুয়ালি সব বেঞ্চ খুলে দেওয়ার কথাও বলেছি। তখন প্রধান বিচারপতি বলেছেন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। তবে ফুলকোর্ট মিটিংয়ে সব বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উক্ত সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম, নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement