আজ (বুধবার) দুপুরে কে বা কারা ঢাকায় নায়িকা পরীমনির বাসায় ঢুকেছে তাকে হত্যা করার উদ্দেশ্যে। ফেসবুক লাইভে এসে এমনই দাবি করেছেন পরীমনি। যদিও তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিশ্চিত হয়ে পরী দরোজা খুলে দেন। এর আগে তিনি লাইভে বলেন, বাসার গেট আটকানো ছিলো কিন্তু তারা মেইন গেট ভেঙ্গে তার বাসার দরজায় এসে নক করে। পরে তিনি জানতে চান, আপনারা কারা এবং কিসের জন্য এসেছেন? ওপাশ থেকে উত্তর আসে আগে দরজা খোলো তারপর বুঝাচ্ছি আমরা কারা।
পরে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে বলেন তাকে মেরে ফেলার জন্যই তারা এসেছে। এভাবে প্রায় ১ ঘণ্টা ফেসবুক লাইভে থাকার পর। পরিমণী দরজা খুলে দেয় এবং সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার মোবাইল ফোনটি নিয়ে লাইভ থেকে বিচ্ছিন্য করে দেয়।