মহামারী করোনাকালে বিদেশ থেকে ফেরত আসা দুই লাখ প্রবাসী বাংলাদেশিকে মাসে মাসে ১৩ হাজার ৫০০ টাকা করে দেবে সরকার। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। আর প্রশিক্ষণ চলাকালীন সময় থেকে এসব কর্মীরা মাসে মাসে সম্মানী পাবেন। এ নিয়ে আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) ৪২৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
প্রকল্পটি অনুমোদনের পূর্বে আজকের একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘প্রবাসীরা বিদেশ থেকে দেশে অর্থ পাঠান। মহামারী করোনার কারণে তাঁদের অনেকে চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন। তাঁরা এত আমাদের দিয়েছেন। এখন আমরা তাঁদের দেব। বিদেশ থেকে যারা চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন, তাঁদের জন্য শোভন চাকরির ব্যবস্থা করা হবে।’
সভা শেষ হলে সাংবাদিকদের কাছে সভার সিদ্ধান্ত অবহিত করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সে সময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাগত অভিবাসী কর্মীদের অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পটির বেশিরভাগ অর্থ, ঋণ হিসেবে বিশ্বব্যাংক দিচ্ছে ৪২৫ কোটি টাকা। বিশ্বব্যাংকের সঙ্গে গত ২৩ মার্চ এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রকল্পটি ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ বাস্তবায়ন করবে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে।
এক বছরে মোট ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে পাওয়া তথ্য পাওয়া যায়। তবে তাঁদের মধ্য থেকে দুই লাখ কর্মীকে বাছাই করা হবে তাঁদের আগ্রহ, পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা ও প্রয়োজনীয়তার নিরিখে। সেক্ষেত্রে কর্মী বাছাইয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এছাড়া আরও ২৩ হাজার ৫০০ কর্মীকে বাছাই করে তাঁদের সরকারের বিভিন্ন সংস্থা থেকে সনদও দেওয়া হবে।
তবে প্রাথমিক অবস্থায় দুই লাখ কর্মীকে ৩২ জেলা থেকে বাছাই করা হবে। অভিবাসী-অধ্যুষিত এলাকা হিসেবে বিবেচিত জেলাগুলো হলো ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পাবনা, বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, যশোর, খুলনা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙামাটি, কুমিল্লা, সিলেট ও সুনামগঞ্জ।