২৫ এপ্রিল, ২০২৫, শুক্রবার

২৪ ঘণ্টায় ফরিদপুরে ৮ জনের প্রাণহানি, শনাক্ত ৪৪

Advertisement

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ২ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছে। ফরিদপুর জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৫০২ জন। আবার একই সময়ে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা তুলানায় শনাক্তের হার ১৭ দশমিক ৮৮ শতাংশ।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, মৃত ৮ জনের মধ্যে ফরিদপুরের ৩ জন, রাজবাড়ীর ৩ জন, মাগুরার ১ জন এবং মাদারীপুরের ১ জন রয়েছেন। তাছাড়াও যারা করোনা শনাক্ত হয়ে মারা গেছেন তারা হলেন ফরিদপুর সদর উপজেলার মোঃ দেলোয়ার হোসেন (৯০) ও রাজবাড়ীর বালিয়াকান্দির ইলা রানী (৬৫)।
এ নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১০৯ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত রোগী ৭৯ জন। নতুন করে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন করোনা রোগী। এখন পর্যন্ত জেলায় মারা গেছেন ৫০২ জন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement