ফরিদপুরের নগরকান্দার আলোচিত ডাবল হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার কাইচাইল মডের স্কুলের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শত শত বিক্ষুব্ধ এলাকাবাসি অংশ নেয়।
কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু জানান, ২০১৯ সালের ১০ আগষ্ট প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় স্থানীয় রওশন আলি মিয়া ও চাচাতো ভাই মিরাজুল ইসলাম তুহিনকে। এই ঘটনায় দিনই রায়হানউদ্দিন মিয়া বাদি হয়ে ১৬ জনকে আসামী করে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বর্তমানে মামলাটি ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচারাধিন রয়েছে। মামলার ৬ অসামী জামিনে এবং অন্যরা পালাতক রয়েছে।
রওশন-তুহিন হত্যা মামলার দ্রুত বিচার কাজ শেষ করার দাবিতে এলাকাবাসি মহাসড়কের দুই পাশে দাড়িয়ে মানববন্ধন করে। পরে ক্ষুব্ধ জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন ।
এর আগে বক্তব্য রাখেন নিহতদের স্বজন কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, সিকদার মিজানুর রহমান, ড. আসমা শহীদ, গোলাম রসুল বিপ্লব, মনিরা খান প্রমুখ ।
সারাবাংলা/ফরিদপুর প্রতিনিধি