হলিউড সিনেমার অন্যতম সেরা অভিনেতা ডোয়েইন ডগলাস জনসন। তিনি হলিউডের যে সিনেমাই করেন, তার উপস্থিতি মানেই সিনেমা বাজিমাত। সিনেমার আগে রেসলিং রিংয়েও ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। ‘দ্য রক’ নামে বিশ্বখ্যাত এ তারকা রেসলিং ও সিনেমা উভয় জগতেই বিপুল নাম কামিয়েছেন।
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের অনেক কয়টি পর্বে তিনি মাতিয়েছিলেন দর্শকদের। তবে এবার তার ভক্ত-অনুরাগীদের জন্য দুঃসংবাদ জানালেন ডোয়েইন জনসন। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমাটির দশম ও একাদশ কিস্তিতে আর দেখা যাবে না তাকে। ডোয়েইন জনসন নিজেই একথা জানিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটিতে জনসনের সহ অভিনেতা- হলিউডের আরেক জনপ্রিয় তারকা ভিন ডিজেল।
এই বিদায়ে রকের প্রতি ভিন ডিজেল তাদের টিমের পক্ষ থেকে গভীর ভালোবাসার কথা জানিয়েছেন। তবে কি কারণে ডোয়াইন জনসন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এর পরবর্তী পর্বগুলোতে থাকছেন না সে বিষয়ে কিছুই জানাননি তিনি।
এমন সিদ্ধান্তে ডোয়েইন জনসন নিজেও বিস্মিত হয়েছেন। হলিউডের গণমাধ্যমে তিনি বলেন- এমন কথা শোনার পর আমি শুধু হেসেই গেছি। এই ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নিলেও তাদের দশম ও ১১তম কিস্তির জন্য আমার শুভকামনা রইলো।
২০১১ সাল থেকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর ধারাবাহিক পর্বগুলোতে অভিনয় করে আসছিলেন ডোয়েইন জনসন। তার উপস্থিতিতে দারুণ সাফল্যের পর মুখ্য ভূমিকায় তাকে রেখে তৈরি হয় পর পর দুইটি সিকুয়েল-‘ফিউরিয়াস সিক্স’ এবং ‘ফিউরিয়াস সেভেন’। ওই দুইটি সিনেমাও আকাশচুম্বী সফলতা পেয়েছিল।
করোনার মধ্যেও মাসখানেক আগে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পেয়েছিল। যথারীতি এবারও তা সর্বোচ্চ বক্স অফিস কালেকশন তুলতে সমর্থ হয়েছে। সিনেমাটির সবশেষ কিস্তিতে আর দেখা যাবে না ‘দ্য রক’ নামে বিশ্বখ্যাত এ তারকাকে