দেশের অন্য খেলা গুলো যখন একটু একটু করে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ক্রমশই পিছিয়ে পড়ছে দেশের ফুটবল। ফিফা ব়্যাঙ্কিংয়ে আবারও অবনতি হয়েছে বাংলাদেশের। চারধাপ পিছিয়ে লাল সবুজদের স্থান এখন ১৮৮ নম্বরে। যেখানে ভারতের অবস্থান ১০৫ নম্বরে।
তবে বিশ্বফুটবলের জায়ান্ট আর্জেন্টিনার উন্নতি হয়েছে। কোপা আমেরিকায় শিরোপা জিতে ৭২ পয়েন্ট নিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা রয়েছে ৬ নম্বরে। তবে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া বিদায় নেওয়া বেলজিয়াম ধরে রেখেছে এ নম্বর স্থানটি। তাদের চেয়ে ২৪ পয়েন্ট পিছিয়ে থাকা ফ্রান্স রয়েছে তালিকার দুই নম্বরে। ব়্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। পঞ্চমে রয়েছে ইতালি। স্প্যানিসরা রয়েছে ৭ নম্বর স্থানে।তিন ধাপ পিছিয়ে পর্তুগাল নেমে গেছে ৮ নম্বরে।
৯ নম্বরে থাকা ডেনমার্কের স্থান দখল করেছে ম্যাক্সিকো। এছাড়া উন্নতি হয়েছে উরুগুয়ে, নেদারল্যান্ডস, জার্মানি ও ক্রোয়েশিয়ার।