২২ জানুয়ারি, ২০২৫, বুধবার

ফিল্ডিং দিয়েই ম্যাচ জেতানো সম্ভব:মেহেদী

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে ভালো করতে পারলেই ম্যচে পার্থক্য তৈরি করা সম্ভব বলে মনে করেন দলের তরুণ ক্রিকেটার মেহেদি হাসান। তিরি বলেন, ফিল্ডিং দিয়ে ১৫-২০ রান বাঁচালেই পার্থক্য তৈরি হয়ে যায়। আফিফ, শামীম, শান্তদের মতো ভালো ফিল্ডার আছে আমাদের, ম্যাচ চলার সময় ওদের ফিল্ডিং আমরা বেশ উপভোগ করি। আমিও চাই যদি ওদের থেকে একটু পিল্ডিং শিখতে পারি।

মেহিদির মতে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একটা ভালো রান আউট, একটা ভালো ক্যাচ আউট দলের মোমেন্টাম বদলে দেয়। টি-২০ হাই ইন্টেনসিটির খেলা, এখানে হাই ইন্টেনসিটিতেই ফিল্ডিং করতেই হয়। এখানে সুযোগ কম থাকে, সময় কম থাকে।”

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement