মেসি ছেড়েছেন বার্সেলোনা। তাতেই খুশি সাকিব আল হাসান। মিস্টার অলরাউন্ডারের প্রিয় তারকা লিওনেল মেসি যে ভুল সিদ্ধান্ত নেন নি সেটাই ফেসবুক লাইভে এসে বলেছেন সাকিব। সাকিব বলেন, আরেকটি চ্যাম্পিয়নস লিগ জিততেই পিএসজিতে গিয়েছে হয়তো মেসি।
সাকিব বলেন, মেসির মত খেলোয়াড়কে নিয়ে বাজে মন্তব্য করার কোনো মানে হয় না। তারপরও আমি বলবো, ওর জন্য সঠিক সিদ্ধান্ত ছিল।’
সাকিব আরো বলেন, ‘মেসি নিজের ক্যারিয়ারের জন্য হয়তো আরেকটা চ্যাম্পিয়নস লিগ জিততে চায়। এটা হয়তো বার্সালোনার হয়ে জিততে পারবে বলে মনে করেনি। হয়তো সে চিন্তা করেছে পিএসজির হয়ে জেতা সম্ভব হবে। এজন্য দলটাকে বেছে নিয়েছে।’