১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

দেশে ফেসবুক ব্যবহারকারী প্রায় ৫ কোটি

Advertisement

বর্তমান সময়ে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। তবে বর্তমানে সারা বিশ্বে ফেসবুক এর এক্টিভ ব্যবহারকারী ২৮৫ কোটির বেশি। দেশেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। সরকারি হিসেবে দেশে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৮০ লাখ। তবে ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম।

সম্প্র্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের লক্ষ্যে ফেসবুক কাজ করছে। গত সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ফেসবুক কর্তৃপক্ষ ও বিটিআরসির মধ্যে বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। উক্ত বৈঠকে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন এবং বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার।

সে সময় ফেসবুকের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির সিঙ্গাপুর আঞ্চলিক কার্যালয় থেকে বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি সাবনাজ রশিদ দিয়া, হেড অব কানেকটিভিটি টম সি, ভার্গিস এবং কানেকটিভিটি এফেয়ার্স কর্মকর্তা তাহানি ইকবাল।
তখন বৈঠকে বাংলাদেশের টেলিকম খাতের অগ্রগতির চিত্র উপস্থাপন করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।

তখন বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বর্তমান সময়ে করোনাকালে দেশের মানুষের জীবনযাত্রা ডিজিটাল সংযোগের অসামান্য অগ্রগতির কারণে সচল রয়েছে। তবে ছোট ব্যবসা থেকে শুরু করে অফিস-আদালতের কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম ঘরে বসে করা সম্ভব হচ্ছে। সেক্ষেত্রে আমাদের শক্তিশালী ডিজিটাল অবকাঠামো না থাকলে তা সম্ভব হতো না।

মন্ত্রী আরও বলেন, সারাদেশে ডিজিটাল সংযোগ সম্প্রসারণের ফলে বাংলাদেশে উচ্চ গতির ইন্টারনেটের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। তবে এ নেটওয়ার্ক যত শক্তিশালী সম্প্রসারিত হবে ফেসবুকের ব্যবহারকারী তত বাড়বে। যার ফলে ফেসবুকও অনেক বেশি লাভবান হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement