১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

৩৫তম ফোবানা সম্মেলনের ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত

Advertisement

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার-ফোবানা ৩৫তম সম্মেলন আগামী ২৬-২৮ নভেম্বর ওয়াশিংটন মেট্রো ডিসিতে অনুষ্ঠিত হবে।

এতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবার্ষিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপনসহ বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। এবারের ফোবানা সম্মেলনের স্লোগান হবে, ‘অদম্য বাংলাদেশ-অবাক বিশ্ব’।

শনিবার ৩১ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার মেনাসানে ওয়াশিংটন ফোবানার ৩৫তম সম্মেলন সামনে রেখে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’-এ এসব তথ্য জানানো হয়েছে।

ফোবানা নেতারা জানান, সম্মেলনের বিভিন্ন পর্বে প্রতিযোগিতা, সেমিনার, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুঁথি ও ছড়া পাঠের আসর, সবুজ জমিনে লাল বৃত্ত, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ থাকবে নানামুখী আয়োজন। যুক্তরাষ্ট্রের প্রায় ৭০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবারের সম্মেলনে অংশগ্রহণ করছে। সম্মেলন সফল করতে ওয়াশিংটন মেট্রো ডিসি এলাকার সব প্রবাসী বাংলাদেশির সার্বিক সহযোগিতা কামনা করেন ফোবানা নেতারা।

ফোবানাকে একটি ‘ব্র্যান্ড’ হিসেবে উল্লেখ করে প্রাক্তন চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী বলেন, ফোবানা তার সাংবিধানিক কাঠামো এবং আইনের ধারায় ধীরগতিতে এগিয়ে চলেছে। পরে তিনি ফোবানার গান ‘বন্ধন’-এর অডিও রিলিজ করেন। এরপর এক মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক জিআই রাসেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শিব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, নির্বাহী সচিব মাসুদ চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান এটর্নি মোহাম্মেদ আলমগীর, মাহবুব রহিম, নাহিদ চৌধুরী ও জসিম উদ্দিন, আয়োজক কমিটির সভাপতি ইনারা ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী ও কোষাধ্যক্ষ ড. ফায়জুল ইসলাম, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান আখতার হোসেন, মঞ্চসজ্জা কমিটির চেয়ারম্যন আবু সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ফোবানা নির্বাহী কমিটির সদস্য, নির্বাচন কমিশনের সদস্য ও উপদেষ্টাসহ ওয়াশিংটন মেট্রো ডিসি এলাকার সর্বস্তরের প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement