পিএসজিতে যোগ দিতে পরিবার নিয়ে ফ্রন্সের পথে রওনা হয়েছে লিওনেল মেসি। ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে বলছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই প্যারিস পৌঁছাবেন মেসি ও তার পরিবার। বার্সেলোনায় নিজ বাসা থেকে মেসির বের হওয়ার ভিডিও টুইট করেছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস। সেই ভিডিওতে দেখা যায় তিন ছেলে ও স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জেকে নিয়ে একটু কালো গাড়ীতে ওঠেন মেসি। সেমসির সাথে রয়েছেন তার মা বাবাও। বাংলাদেশী টাকার প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বার্ষিক বেতনে মেসি চুক্তি করেন পিএসজির সাথে।
ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলছে মেসিকে সম্বোর্ধনা দিতে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার একদিনের জন্য ভাড়া নিয়েছে পিএসজি। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন বার্সেলোনা ও ব্রাজিলিয়ান তারকা নেইমার।