ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়েছে উত্তর কোরিয়া। এখন পর্যন্ত এই বন্যায় প্রায় শতকেরও বেশি বাড়ীঘড় ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এমন তথ্যাই (শুক্রবার) জানিয়েছে বার্তাসংস্তা রয়টার্স।
তারা বলছে, উত্তর ও দক্ষিণ হামগিয়ং প্রদেশসহ উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে বাড়ি ঘরের ছাদ পর্যন্ত প্লাবিত হয়েছে সেই সাথে ভেসে গেছে সেতু ও ডাইকগুলি।
দেশটির জল-আবহাওয়া প্রশাসনের ডেপুটি প্রধান রি ইয়ং ন্যাম গণমাধ্যমে বলেছেন, গেল রোববার থেকে মঙ্গলবার প্রায় ৫০০ মিলিমিটার বৃষ্টিপাততের রেকর্ড হয়েছে দেশটির উত্তর হামগিয়ংয়ে। এ মাসে আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।