(বৃহস্পতিবার) রাতে আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত নুরিস্তান প্রদেশের দুর্গম গ্রামে হঠাত করেই বন্যার পানি ঢুকে পড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই গ্রামের অবস্থান করা মানুষেরা রাতে বন্যা প্রতিরোধে তেমন কোন ব্যবস্থা নিতে পারেনি। ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়িঘর ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গ্রামের নিরীহ মানুষ। এমন সংবাদই প্রকাশ করেছে বিবিসি।
বৃহস্পতিবার রাতেই প্রায় ৮০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিঁখোজ রয়েছে শতাধিক মানুষ। তালেবান কর্মকর্তাদের ধারনা এখন পর্যন্ত প্রায় দেড়শ মানুষের মৃত্যু হয়েছে আকস্মিক এ বন্যায়। আফগান গণমাধ্যমে নুরিস্তানে কর্মরত এক প্রকৌশলী বলছেন মৃত্যের সংখা ২০০ ছাড়ানোর সম্ভবনাও রয়েছে।
তালেবানদের পক্ষ থেকে বলা হয় বন্যাক্রান্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের ৬২ হাজার ডলারের সমপরিমাণ ত্রাণ দেওয়ারও চিন্তা করছে তারা।