২৪ সেপ্টেম্বর, ২০২৩, রবিবার

ট্রলার মেরামত ও জাল রক্ষনাবেক্ষণ করে কাটছে জেলেদের সময়

Advertisement

দেশে মোট ইলিশের মধ্যে বরগুনা জেলা থেকে প্রায় ২০ ভাগ ইলিশ আহরণ করা হয়। ইলিশ মৌসুমে এবছর বরগুনা জেলায় প্রায় আড়াই লক্ষ টন ইলিশ আহরণ করা হয়েছে। বঙ্গোপসাগর ছাড়াও জেলায় বিষখালী, পায়রা ও বলেশ্বর নদী থেকেেএসব ইলিশ আহরণ করা হয়। এ জেলায় মৎস্য শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় চল্লিশ হাজার জেলে। মৎস কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দেওয়া তথ্য মতে, জেলায় ৩৭ হাজার ৭৪ জন নিবন্ধিত জেলে রয়েছেন।

বিশ্বজিৎ কুমার দেব জানান, এ বছরে সমুদ্র ও নদী মোহনায় ইলিশ আহরণে আমাদের অভিযান বেশ জোড়ালো ও কঠোরভাবে পালন করা হচ্ছে। তিনি বলেন, সারা বছরই অভিযান চলামান থাকে। ঝাটকা নিধন ও কারেন্ট জাল ব‍্যবহার করতে না পারে এবং নদীতে বেহুন্দি জাল পেতে মাছের পোনা যাতে জেলেরা ধরতে না পারে, সে জন‍্য নদীতে আমাদের টিম অভিযানে থাকে। অভিযানের ফলে নদী এখন একেবারেই ফাঁকা। রাতেও যাতে কোন জেলে নদীতে নামতে না পারে সেজন‍্য রাতে ৮টি টিম জেলার সবকটি উপজেলায় অভিযান অব‍্যাহত রাখে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৩ অক্টোবরে জুম মিটিংয়ে মৎস মন্ত্রণালয়ের সচিব নিশ্চিত করেন বাংলাদেশের ২০০ নটিক‍্যাল সমুদ্রের জলসীমায় ভারতীয় জেলেরা যাতে অনুপ্রবেশ করতে না পারে সে জন‍্য নৌবাহিনী, কোষ্টগার্ড ও বিমানবাহিনী অভিযান পরিচালনা করবে। তিনি বলেন এ ব‍্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ দিক নির্দেশনা রয়েছে এই ২২ দিনের অবরোধে। তিনি আরো বলেন ইলিশ মৌসুম এখনো শেষ হয়নি মূলত এখন মৌসুমের মধ‍্যবর্তী সময় চলছে। জেলেদের ও এই শিল্পে জড়িত ব‍্যবসায়ীদের হতাশ হবার কিছুই নেই। বিশ্বজিৎ দেব আরো জানান, অবরোধ চলাকালীন সময় প্রত‍্যেক জেলে ২০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

এদিকে জেলার বিভিন্ন মৎস বিক্রি কেন্দ্র ঘুরে দেখা গেছে  এখন নেই কোন কোলাহল। জেলার একমাত্র মৎস অবতরন কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাট এলাকা এখন জনশুন‍্য। এদিকে জেলার এসব অঞ্চলের ফিসিং বোট গুলোকে যারা গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় তাদেরকে বিভিন্ন ডকইয়ার্ডে সাময়িক মেরামত করতে দেখা গেছে। চলছে জাল পরিচর্যা। মূলত মাছ ধরা বন্ধ থাকলেও বেশিরভাগ জেলেরা রয়েছে কর্মব‍্যস্ততায়।

পাথরঘাটা ফিশিং বোট এফ সাইফ কোম্পানির ব্যবস্থাপক মনিরুল হক মাসুম জানান অবরোধের এই সময় সমুদ্রে চলাচল করতে গিয়ে বোটের সামন‍্য যা ক্ষতি হয়েছে তা মেরামত চলছে। আগামী নভেম্বর পুরোমাস সময় পযর্ন্ত ইলিশ আহরণ চলবে।

বরগুনা সংবাদদাতা

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement