১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

হাজির মোবাইল কোর্ট,বিয়ের আসর থেকে বরের পলায়ন

Advertisement

করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে কঠোর বিধিনিষেধ চলছে। এসময় জনসমাগম হয় এমন কোন সামাজিক অনুষ্ঠান আয়োজনেরও নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এসব কোন কিছুকেই তোয়াক্কা না করে হয় বাল্যবিয়ের আয়োজন। খবর পেয়ে ছুটে যায় ভ্রাম্যমান আদালত। আর মোবাইল কোর্ট দেখে বিয়ের আসর থেকেই পালিয়ে যায় বর সহ বরযাত্রীরা। তবে শেষ রক্ষা হয়নি, কনের মাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে।

করোনা সংক্রমণরোধে সরকারঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে রবিবার (২৫ জুলাই) দুপুরে বাল্যবিয়ের আয়োজন করায় এ জরিমানা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) সঙ্গে কোটালীপাড়া উপজেলার কালারবাড়ি গ্রামের কবির খানের ছেলে জাহিদুল ইসলামের (২৫) বিয়ের আয়োজন চলছিল। ইউএনও হাজির হতেই সব পণ্ড হয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাশেম সাংবাদিকদের বলেন, দুপুরে বরযাত্রীরা কনের বাড়িতে যান। খবর পেয়ে কনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বর, মেয়ের বাবা এবং বরযাত্রীরা দৌড়ে পালান। পরে সরকারি বিধিনিষেধ অমান্য করে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা দেন কনের মা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement