১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

ছাত্র বলাৎকার মামলায় মাদরাসাশিক্ষক গ্রেফতার

Advertisement

কিশোরগঞ্জে ছাত্রকে বলাৎকারের মামলায় বেলাল হোসেন বিল্লাল (২৫) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ শুক্রবার বিকালে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্র ধর্ষণের ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্য-উপাত্ত সংগ্রহ করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চালায়। শুক্রবার ভোরে র‌্যাবের একটি দল গৌরিপুরের বিশ্বনাথপুর থেকে মামলার মূল আসামি বিল্লালকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদরাসা শিক্ষক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়া পাঁচাশি গ্রামের মুজিবুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, কিশোরগঞ্জ শহরের নগুয়া শ্যামলী রোডে ৭১৫ জামিয়াতুস সুন্নাহ মাদরাসার তৃতীয় তলার টয়লেটে এক আবাসিক ছাত্রকে গত ১৫ আগস্ট ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বিল্লাল। গত ২৭ আগস্ট তাকে আবারও ধর্ষণ করেন। ভুক্তভোগী ছাত্র বিষয়টি বাড়িতে জানায়।

পরে তার বাবা কয়েকজনকে নিয়ে মাদরাসায় যান। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি হোসাইন মো. নাঈমকে বিষয়টি জানালে তিনি বিল্লালকে ডেকে এনে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা স্বীকার করেন। পরে পরিচালক নাঈমের জিম্মায় বিল্লালকে রেখে তারা বাসায় চলে যান। কিন্তু ছেড়ে দেওয়ার পর পারিয়ে যান বিল্লাল।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে গত ৩০ আগস্ট কিশোরগঞ্জ মডেল থানায় শিক্ষক বিল্লাল ও পরিচালক নাঈমকে আসামি করে একটি মামলা করেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement