অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচেই নিজের সামর্থের প্রমাণ দিচ্ছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। সিনিয়রদের সাপোর্টে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এতটা ভালো করতে পারছেন তিনি। শেষ ম্যাচে জয় চায় এই জুনিয়র টাইগার।
গণমাধ্যমে তিনি বলেছেন, জাতীয় দলে আসার পর থেকেই সাকিব ও রিয়াদের সাপোর্ট পাচ্ছেন তিনি। বিশেষ করে ম্যাচে যখন বল করেন তখন সবসময়ই সিনিয়র ক্রিকেটাররা তাকে সাপোর্ট করে।
জুনিয়র টাইগারের ইচ্ছা যে করেই হোক মোস্তাফিজের থেকে কাটার শিখবেন এবং প্রতিপক্ষেকে ভুগাবেন বল হাতে যেমন ভোগান মোস্তাফিজুর রহমান।