চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের সাথে পাল্লা দিয়ে লড়ছে বাংলাদেশ। এতে নাখোশ পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। বাংলাদেশকে ‘গড়পড়তা’ মানের দল হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ইনজামামের এখন সময় কাটে ইউটিউব চ্যানেলে খেলা নিয়ে কথা বলে। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ইনজামাম একটি ভিডিও আপলোড করেছেন।
সেখানে তিনি বাংলাদেশকে নিয়ে যেভাবে কথা বলেছেন, তা রীতিমত তুচ্ছতাচ্ছিল্য। পাকিস্তানের ৭ উইকেট নিয়ে চমক দেখানো স্পিনার তাইজুল ইসলামের বোলিংয়েও তিনি আহামরি কিছু খুঁজে পাননি বলে জানিয়েছেন। একইসাথে তার দাবি, বাংলাদেশের ব্যাটিং বা বোলিং কিছুই আহামরি ভালো নয়।
ইনজামাম বলেন, ‘পাকিস্তানের আরও বেশি রান করা উচিৎ ছিল। আমার মনে হয় না উইকেট এতটা কঠিন। বল একটু স্পিন, সুইং করলেও ব্যাটাররা আউট হয়ে যাচ্ছে। কোনো টেকনিক নেই, পারদর্শিতা নেই।’
তাইজুলকে নিয়ে ইনজামাম বলেন, ‘যে ৭ উইকেট শিকার করেছে তাকে অভিবাদন। কিন্তু তার বোলিংয়ে আহামরি কিছু দেখিনি। আমি চাই এদের বিপক্ষে পাকিস্তানের ব্যাটাররা আরও দাপটের সাথে খেলুক। বাংলাদেশকে ভালো দল হিসেবে মানতে আপত্তি থাকলেও ইনজামাম মানছেন, টাইগাররা ২০০ রানের বেশি লক্ষ্য ছুঁড়ে দিলে ম্যাচ হারের শঙ্কায় পড়বে পাকিস্তান।
তিনি বলেন, ‘পিচ আরও পুরনো হলে ২০০ করাই কঠিন হবে পাকিস্তানের জন্য। দুইশর বেশি টার্গেট হওয়া যাবে না। এক-দেড়শ রানের মধ্যে ওদের আউট করতে হবে। বাংলাদেশ গড়পড়তা মানের একটি দল, না ব্যাটিং ভালো না বোলিং। তাদের বিপক্ষে তো ওরকমভাবে খেলতে হবে।’