কানাডার গ্যাতিনিউ নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর বাংলাদেশি শিক্ষার্থী নাজিব সাদেক চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, স্থানীয় সময় রবিবার রাত পৌনে ১০টায় যেখান থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন, তার কাছাকাছি এলাকায় মরদেহটি পাওয়া যায়।
ওয়েকফিল্ড কাভার ব্রিজের কাছে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নাজিব সাদেক নিখোঁজ হন। সেদিন দুপুর ১টা থেকে প্রথমে পুলিশ উদ্ধার কাজ শুরু করে। পরে কুইবেক ও অন্টারিও পুলিশের বিশেষ ডুবুরি দল তল্লাশি কাজে যোগ দেয়। একইসঙ্গে হেলিকপ্টার দিয়েও নদীতে টহল দেওয়া হয়।
জানা গেছে, বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাজিব সাদেক চৌধুরী, অটোয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা কাতারে চাকরি করেন এবং সপরিবারে সেখানেই বসবাস করেন।
অন্যদিকে ‘বাংলাদেশি ছাত্র নিখোঁজ’ সংবাদটি কানাডার স্থানীয় পত্র-পত্রিকায় প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে অটোয়া কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
কুইবেক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওয়েকফিল্ড কাভার ব্রিজের কাছে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নাজিব সাদেক আর উঠে আসেননি। দুপুর ১টা থেকে তারা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এই তথ্যের বাইরে পুলিশ আর কিছুই জানায়নি।