অস্ট্রেলিয়ায় সবার নজর অলিম্পিকে, তার মাঝেও বাংলাদেশের বিপক্ষে প্রতমবারের মত টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে ২৩ রানের হারের খবরটি ফলাও করে ছেপেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম।
দেশটির নম্বর ওয়ান পত্রিকা দ্যা সিডনি মর্নিং হেরাল্ড শিরোনাম করেছে শেষ ৭ টি-টোয়েন্টির ৬টিতেই হারলো অস্ট্রেলিয়া। মঙ্গলবার, বাংলাদেশের কাছে বিদ্ধস্ত হয়েছে ক্যাঙ্গারুরা।
ক্রিকেটডটকমডটএইউ লিখেছেন, মার্শ দাঁড়ালেও ঢাকায় কাঁটা পড়েছে অস্ট্রেলিয়া। টাইগারদের স্পিন-বোমায় সিরিজের প্রথম ম্যাচে পুড়ল অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে টি টোয়েন্টিতে প্রথমবারের মত হারলো অস্ট্রেলিয়া।
‘দ্য অস্ট্রেলিয়ান’ লিখেছে, লজ্জার সর্বশেষ স্তরে নিমজ্জিত হলো অস্ট্রেলিয়া। বাংলাদেশের এই জয় আইসিসি বলেছে, নাসুমের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়লো টাইগারররা।