ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিঁটকে পড়েছে অজিদের অধিনায়ক এ্যারন ফিঞ্চ। উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি হাঁটুতে আঘাত পেয়ে বিশ্রামে যান। পরে অজিদের টিম ম্যানেজমেন্ট গণমাধ্যমে জানায়, ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচের দিন সিদ্ধান্ত নেওয়া হবে ফিঞ্চ খেলতে পারবেন কি না! তবে শেষ পর্যন্ত ইনজুরির কারণে ফিঞ্চের আর খেলা হয়নি। সেই সাথে বাংলাদেশ সফরও তিনি সরিয়ে নিয়েছেন নিজেকে।
ইনজুরি ইস্যুতে গণমাধ্যমকে ফিঞ্চ বলেন, আমি খুব হতাশ হয়ে দেশে ফিরে যাচ্ছি। তিনি বলেন বাংলাদেশ সফরে গিয়ে বায়োবাবলে সময় নষ্ট না করে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।
ফিঞ্চ আরও বলেন এমনও হতে পারে যে আমকে অস্ত্রোপাচার করে বিশ্বকাপের জন্য সুস্থ হয়ে ওঠার প্রস্তুতি নিতে হতে পারে।