১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

বিনিয়োগ আকর্ষণে যুক্তরাষ্ট্রে ‘স্টেকহোল্ডারদের’ সভা অনুষ্ঠিত

Advertisement

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি স্থানীয় সময় ২৮ জুলাই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আমেরিকান বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা এবং বাণিজ্য ও বিনিয়োগ সুবিধাসমূহ তুলে ধরার জন্য একটি ‘স্টেকহোল্ডার সভা’ আয়োজন করে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোতে চলমান ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পোটেনশিয়াল অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বিএসইসির রোডশোর একটি অংশ ছিল এই সভা।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলেএই আলোচনায় অংশ নেন এবং একটি প্রাণবন্ত মিথস্ক্রিয়াসম্পন্ন অধিবেশনে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন। আলোচক প্যানেলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ইআরডি সচিব মিসেস ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম প্রমুখ। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম বৈঠকটি সফলভাবে অনুষ্ঠিত করার জন্য প্রতিনিধিদলের সদস্যগণ, সংগঠকবৃন্দ এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্য ধন্যবাদ জানান।বাংলাদেশে বিনিয়োগ

উপদেষ্টা সালমান এফ রহমান আলোচনায় কোভিড-১৯ মহামারি চলাকালেও বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরেন । সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ও সামগ্রিক অর্থনীতিতে সাম্প্রতিক উন্নয়নের চিত্র উপস্থাপন করেন। আলোচকরা বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন। তারা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে এবং বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য অধিকতর অনুকূল পরিবেশ সৃষ্টিতে সকল স্টেকহোল্ডার ও অংশগ্রহণকারীদের পরামর্শ ও সুপারিশকে স্বাগত জানান।

স্টেকহোল্ডারদের বৈঠকে অনাবাসিক বাংলাদেশি (এনআরবি) কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তি, বৈদেশিক বিনিয়োগকারী, উন্নয়ন অংশীদারদের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য বিএসইসি এবং আয়োজকদেরকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement