বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে যা কখনোই ভাবেনি অস্ট্রেলিয়া, তাই করে দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে পাঁচ শূন্যতে সিরিজ হেরে দেশ ছাড়ে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর কোন সিরিজ নেই অস্ট্রেলিয়া তাই বিশ্বকপ দল ঘোষণা করে সেই দল নিয়েই প্রস্তুতির কাজ সারবেন তারা। তবে মজার বিষয় হলে যে দলটাকে বেশিরভাগ মানুষই ভেবেছিলো অস্ট্রেলিয়ার বি অথবা সি দল সেই দল থেকেই ৯ জন ক্রিকেটার সুযোগ পেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে।
বাংলাদেশের বিপক্ষে খেলা স্কোয়াডের মধ্য থেকে ৭ জন ক্রিকেটার সুযোগ পেয়েছে মুল দলে আর বাকি দুইজনকে রাখা হয়েছে রিজার্ভ বেঞ্চে।
মিশেল মার্শ-ওয়েডের সঙ্গে মূল স্কোয়াডে আছেন অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড, আর মিচেল সোয়েপসন। আর অতিরিক্ত দুই খেলোয়াড়, যারা বাংলাদেশ সিরিজ থেকে দলে জায়গা ধরে রেখেছেন তারা হলেন, নাথান অ্যালিস আর ড্যান ক্রিশ্চিয়ান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথিউ ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন ও জশ ইংলিস।
অতিরিক্ত খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন: ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।