আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলার আকাশে মেঘ থাকবে কিন্তু বৃষ্টি ম্যাচে বাঁধা হয়ে দাঁড়াবে না এমনটাই বলছো আবোহাওয়া অফিস। আবার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবোহাওয়ার কথা মাথায় রেখে মিরপুরের উইকেট স্পিন বান্ধবই হওয়ার কথা, কিন্তু বাংলাদেশ চায় স্পোর্টি উইকেট। সে যাই হোক আসুন আমরা একনজরে দেখে নেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ।
অস্ট্রেলিয়ার সেরা ১১: জশ ফিলিপ, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি/মইসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
বাংলাদেশের সেরা ১১ : সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।